welcome to my blog

thank you for visiting my blog.Hope you will enjoy to
read this.It is a great pleasure to me.

bengali food

Saturday 22 October 2011

descrition

ছোটখাটো কয়েকটি কথা শুরুতেই বলে রাখি৷ বাংলাভাষা, বাংলার ঐতিহ্য, বঙ্গভূমি, বাঙালির সুখ-দুঃখ-আনন্দ সব নিয়ে হাজির হল আমাদের এই নতুন সাইট-ষোলোআনা বাঙালিয়ানা। উন্নত বাঙালির নতুন প্রগতিশীল চিন্তাভাবনা, নতুন সুন্দর আশা এই নিয়েই এল
ষোলোআনা বাঙালিয়ানা
আসলে বাংলা ভাষার সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই সূচনাতেই তুলে দেওয়া হলো
তাঁরই একটি কবিতা।


ধূলামন্দির


ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক্‌ পড়ে

রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে?

অন্ধকারে লুকিয়ে আপন মনে

কাহারে তুই পূজিস সংগোপনে?

নয়ন মেলে দেখ্‌ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে


কয়েকটা লাইন তুলে দিলাম।আশা করি ভালো লাগলো। আসলে কবিগুরুর লেখাগুলি থেকে শেখার মতোন অনেক জিনিসই
রয়েছে । তাই আজ এতগুলি বছর বাদেও তাঁর কবিতা পড়লেই মনে হয় ----

"আমারো ছিল মনে----
কেমনে বেটা পেরেছে সেটা জানতে"